ছাড়পোকা মারার ওষুধ খেয়ে দেড় বছরের শিশুর মৃত্যু

প্রকাশ : ৩১ জুলাই ২০১৮, ১৭:৪৬

জাগরণীয়া ডেস্ক

মিরপুর পল্লবীতে ছাড়পোকা মারার ওষুধ খেয়ে সুবর্ণা আক্তার ফাতেমা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

ভোলা দৌলতখান উপজেলার চরপাতা কাজীরহাট গ্রামের শুভ ও সাথী আক্তারের একমাত্র মেয়ে সুবর্ণা। বাবা-মা গাবতলী হরিরামপুর থাকলেও শিশুটি মিরপুর ১২ নম্বর সেকশনের কালাপানি এলাকার বেগুনটিলা বস্তিতে নানা-নানির কাছে থাকতো। শিশুটির বাবা শাহবাগে ফুলের দোকানে কাজ করেন।

মৃত সুবর্ণার নানি নুরজাহান ও নানা মনির হোসেন জানান, ৩১ জুলাই (মঙ্গলবার) সকালে সুবর্ণা নানা মনির কাজের জন্য বাইরে যান। রুমের ভেতর শিশু সুবর্ণাকে রেখে নানি নুরজাহার বাইরে রান্না করছিলেন। কিছুক্ষণ পর রুমের ভেতর গিয়ে সুবর্ণাকে অস্বাভাবিক কান্নাকাটি ও বমি করতে দেখে। পরে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার কোনো উন্নতি না হলে পরে দুপুরে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নুরজাহান বেগম আরো জানান, রুমে একটি চায়ের কাপে ছাড়পোকা মারার ওষুধ রাখা ছিল। খাবার মনে করে সুবর্ণা হয়তো ওই ওষুধ খেয়ে ফেলেছে বলে তাদের ধারণা।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া তথ্যটি নিশ্চিত করে জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত