২ মেয়েকে বিষ খাইয়ে মায়ের আত্মহত্যার চেষ্টা

প্রকাশ : ২৩ জুলাই ২০১৮, ১৭:৫১

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর রামপুরা আনন্দনগরের একটি বাসায় রিপা (১৭) ও  সাফা (৭) নামে দুই মেয়েকে বিষ খাইয়ে নিজে আত্মহত্যার চেষ্টা করেছেন মা সুলতানা আক্তার (৩২) ।

২৩ জুলাই (সোমবার) বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় মা ও তার দুই মেয়েকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  নেওয়া হয়।

সুলতানা আক্তারের স্বামী জয়নাল জানান, তিনি একটি হজ এজেন্সিতে কাজ করেন এবং ভাড়া বাসায় থাকেন। গত ২২ জুলাই রাতে তিনি ডিউটিতে ছিল। ডিউটিতে যাওয়ার আগে ৮টার দিকে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে তিনি ডিউটিতে চলে যান।

সোমবার সকাল ৯টার দিকে বাসায় এসে তিন জনকে অচেতন অবস্থায় পায়। পরে তাদেরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানায়, তিনজনেরই স্টমাক ওয়াস করে দেয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি হাসপাতালে নিয়ে যায় তাদের স্বজনরা। তাদের অবস্থা আশংকাজনক।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত