গৃহবধূ ধর্ষণ, আদালতে ৩ যুবকের জবানবন্দি

প্রকাশ : ২৩ জুলাই ২০১৮, ১৫:৩২

জাগরণীয়া ডেস্ক

কর্ণফুলী উপজেলায় চরলক্ষ্যা ইউনিয়নের গোয়ালপাড়ায় গৃহবধূ ধর্ষণের ঘটনায় গ্রেফতার তিন যুবক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিযেছেন। তিন যুবক হলেন- মো. ইমরান (৩০), মো. শাহজাহান (৩২) এবং কাউসার হালিম মুন্না (১৮)। ধর্ষণের ঘটনায় জড়িত নুরুল আমীন (২৭) নামে আরও একজন পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।

গত ২২ জুলাই (রবিবার) মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে গ্রেপ্তারকৃত ৩ জন জবানবন্দি দেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বলেন, ৪০ বছর বয়সী গৃহবধূকে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন অভিযুক্ত তিন আসামি। জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য, গত ২১ জুলাই ভোররাতে চরলক্ষ্যা ইউনিয়নের গোয়ালপাড়ায় স্বামীর সঙ্গে রাগ করে ঘর থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় ধর্ষণের শিকার হন এ গৃহবধূ। পরে তিনি কর্ণফুলী থানায় মামলা করলে পুলিশ ধর্ষণে জড়িত তিন যুবককে গ্রেফতার করে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত