বিয়েতে রাজি না হওয়ায় স্কুলশিক্ষিকাকে পিটিয়ে জখম
প্রকাশ : ২২ জুলাই ২০১৮, ১৮:৫৭
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2018/07/22/image-16105.jpg)
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় লক্ষ্মীপুরে স্কুলশিক্ষক খাদিজা খানমকে পিটিয়ে আহত করা হয়েছে। এসময় তার বাবাকেও মারধর করা হয়।
২১ জুলাই (শনিবার) বিকেলে বিদ্যালয় থেকে ফেরার পথে সদর উপজেলার বেড়ির মাথা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার খন্দকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক খাদিজাকে কয়েক বছর ধরে সাইদুর রহমান পরান উত্ত্যক্ত করে আসছেন। সম্প্রতি তিনি খাদিজাকে বিয়ের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় পরান ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দেন। ২১ জুলাই (শনিবার) বিকেলে বাড়ির কাছে পৌঁছালে কয়েক সহযোগীকে নিয়ে পরান খাদিজার গতিরোধ করে তুলে নেওয়ার চেষ্টা করেন। এক পর্যায়ে খাদিজার মাথায় আঘাত করে রক্তাক্ত করা হয়। এসময় খাদিজার বাবা সেকান্তর মিয়া মেয়েকে উদ্ধারে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্ত পরান পৌরসভার পশ্চিম লক্ষ্মীপুর এলাকার জাহাঙ্গীর আলম নয়নের ছেলে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোসলেহ উদ্দিন বলেন, স্কুল শিক্ষিকার ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে।