স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পালালো স্বামী

প্রকাশ : ১৫ জুলাই ২০১৮, ১২:৫৪

জাগরণীয়া ডেস্ক

সাতক্ষীরার কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেশমা খাতুন (২৪) নামে এক গৃহবধূর মরদেহ ফেলে স্বামী পালিয়ে গেছেন। নিহত রেশমা সদর উপজেলার বকচরা গ্রামের তৈয়ব আলীর মেয়ে। তিন মাস আগে রেশমার সঙ্গে বিয়ে হয় কলারোয়া উপজেলার পাঁচপোতা গ্রামের জাহাঙ্গীর হোসেনের।

১৪ জুলাই (শনিবার) পুলিশ গৃহবধূ রেশমা আক্তারের লাশ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

রেশমার ভাই আমিনুর রহমান জানান, গত ১৩ জুলাই মধ্যরাতে তাকে মোবাইল করে জানানো হয়, তার বোন রেশমা স্ট্রোক করেছেন। তাঁকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। এরপর আমিনুর কলারোয়া হাসপাতালে গিয়ে বোনের লাশ দেখতে পান। তবে হাসপাতালে জাহাঙ্গীর ও তাঁর পরিবারের কেউ ছিলেন না। এরপর তিনি পুলিশে খবর দেন।

আমিনুর রহমানের অভিযোগ, তার বোনকে পিটিয়ে হত্যা করে তার স্বামী জাহাঙ্গীর পালিয়ে গেছেন।

কলারোয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সোলায়মান জানান, ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত ঘটনাটি হত্যা না স্বাভাবিক মুত্যু তা নিশ্চিত করা যাবে না।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত