হবিগঞ্জে বিষপানে প্রবাসীর স্ত্রীর মৃত্যু

প্রকাশ : ০৯ জুলাই ২০১৮, ১৬:৪৪

জাগরণীয়া ডেস্ক

পারিবারিক কলহের জের ধরে হবিগঞ্জের বাহুবলে রাহেলা আক্তার (৫৫) নামে এক প্রবাসীর স্ত্রীর বিষপানে মৃত্যুর ঘটনা ঘটেছে। রাহেলা উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রামের কুয়েত প্রবাসী ইছার উদ্দিনের স্ত্রী।

৯ জুলাই (সোমবার) সকালে বিষাক্রান্ত অবস্থায় প্রতিবেশীরা হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক রাজিব রায় তাকে মৃত ঘোষণা করেন। 

ওয়ার্ডের সদস্য ইয়ান উদ্দিন জানান, রাহেলার স্বামী ইছার উদ্দিন দীর্ঘদিন ধরে কুয়েত এবং বড় ছেলে আব্দুল কাইয়ুম উমান প্রবাসী। সম্প্রতি তার ছেলে বাড়িতে ফিরলে বিদেশ থেকে পাঠানো টাকার হিসাব নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য হয়।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জানান, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঐ নারী বিষপানে আত্মহত্যা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত