মেয়াদোত্তীর্ণ প্রসাধনী, ফ্লোরা বিউটি পার্লারকে জরিমানা
প্রকাশ : ০৩ জুলাই ২০১৮, ১২:৪০
মেয়াদোত্তীর্ণ প্রসাধন ব্যবহার করায় চট্টগ্রামের চকবাজার থানার মেহেদিবাগের ফ্লোরা বিউটি পার্লারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
২ জুলাই (সোমবার) অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় এ জরিমানা করেন।
এ সময় খুলশী থানায় আমিন সেন্টারের দুটি প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত প্রসাধনী বিক্রির জন্য সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ও ৩৭ ধারায় ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস। এছাড়া জিয়া শিশুপার্কের পিৎজা কর্নারকে শিশুদের খেলনায় থাকা মেয়াদোত্তীর্ণ ক্যান্ডি বিক্রির জন্য সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামানের নেতৃত্বে কোতোয়ালী থানা এলাকায় এ তদারকিমূলক কার্যক্রম পরিচালিত হয়।