গুলশান হামলার ২ বছর
৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিবে পুলিশ
প্রকাশ : ০১ জুলাই ২০১৮, ১২:২৮
গুলশানের হলি আর্টিজান বেকারিতে নারকীয় জঙ্গি হামলার ২ বছর পূর্তি হলো আজ ১ জুলাই। এই হামলায় জড়িত ২১ জনকে চিহ্নিত করার পর ৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিতে যাচ্ছে পুলিশ। গুলশান হামলার দুই বছর পূর্তির আগের দিন ৩০ জুন (শনিবার) পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এ তথ্য জানান।
মনিরুল সাংবাদিকের বলেন, “বাস্তবায়ন, প্রস্তুতি এবং সর্বশেষ হামলা পর্যন্ত আমরা মোট ২১ জনের সম্পৃক্ততা পেয়েছি। এই ২১ জনের ভেতরে বিভিন্ন অভিযানে ১৩ জন নিহত হয়েছে। বাকি ৮ জনের বিরুদ্ধে আমরা পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করেছি। যার মধ্যে দুজন পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে আমরা চার্জশিট দিতে যাচ্ছি।”
তবে পলাতক আসামিদের নাম কিংবা কবে চূড়ান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হবে, সে বিষয়ে মনিরুল কিছু বলেননি।
উল্লেখ্য, ২০১৬ সালের ১ জুলাই রাতে কূটনীতিক পাড়া গুলিশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় ১৭ বিদেশিসহ ২০ জন নিহত হন। এসময় জঙ্গিদের রুখতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তাও নিহত হন। সারারাত জিম্মিদশার পর ২ জুলাই সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানের মধ্য দিয়ে সঙ্কটের অবসান ঘটে। হামলায় অংশ নেওয়া নব্য জেএমবির পাঁচ জঙ্গি নিবরাজ ইসলাম, মীর সামেহ মোবাশ্বের, রোহান ইবনে ইমতিয়াজ, খায়রুল ইসলাম পায়েল ও শফিকুল ইসলাম উজ্জল ওই অভিযানে নিহত হয়।