মেয়েকে ধর্ষণ করে পলাতক বাবা
প্রকাশ : ২৬ জুন ২০১৮, ১৩:২৪
জাগরণীয়া ডেস্ক
নিজের কন্যাসন্তানকে ধর্ষণ করে পালিয়েছে বর্বর বাবা। চট্টগ্রামের বাঁশখালীতে এমন অভিযোগ উঠেছে রফিক আহমেদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
পুলিশ জানিয়েছে, রফিক অটো রিকশার লাইনম্যান হিসেবে কাজ করেন। তার তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে ধর্ষণের শিকার ১৪ বছর বয়সী মেয়েটি দ্বিতীয় সন্তান। গত ২৪ জুন (রবিবার) রাতে ধর্ষণের পর থেকে রফিক পলাতক।
এদিকে মেয়েকে ধর্ষণের অভিযোগে স্বামী রফিকের বিরুদ্ধে থানায় মামলা করেছেন তার স্ত্রী। নির্যাতিত মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
বাঁশখালী থানার পরিদর্শক শরীফুল ইসলাম বলেন, “ওই কিশোরী প্রাথমিকভাবে পাষণ্ড পিতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের কথা স্বীকার করেছে। রফিককে গ্রেপ্তারে অভিযান চলছে।”
0Shares