খালেদা জিয়ার জামিন বহাল
প্রকাশ : ২৬ জুন ২০১৮, ১১:৩৩
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কুমিল্লায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা নাশকতার মামলায় হাইকোর্টের দেওয়া ছয় মাসের জামিন আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। একইসঙ্গে আগামী এক সপ্তাহের মধ্যে এই মামলায় খালেদা জিয়ার জামিন প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন আপিল আদালত।
২৬ জুন (মঙ্গলবার) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। অন্যদিকে খালেদা জিয়ার পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও এজে মোহাম্মদ আলী।
এর আগে গত ২৮ মে কুমিল্লায় নাশকতার দুই মামলায় ছয় মাসের জামিন পান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ জামিনের আদেশ দেন।