সাতক্ষীরায় স্কুলছাত্রী ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন
প্রকাশ : ২৫ জুন ২০১৮, ১৭:৫৫
সাতক্ষীরায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে রানা সরদার (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সাজাপ্রাপ্ত রানা সরদার নড়াইল জেলার কালিয়া উপজেলার বিলগঞ্জ গ্রামের মৃত পাঁচু সরদারের ছেলে। আসামি রানা বর্তমানে পলাতক রয়েছেন।
২৫ জুন (সোমবার) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হোসনে আরা আক্তার এ রায় দেন।
সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু জানান, যাবজ্জীবনের পাশাপাশি রানাকে এক লাখ জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় ধর্ষণের আগে অপহরণের দায়ে তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও এক লাখ জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, রানা ২০০৫ সালের ৮ জুলাই কলারোয়া উপজেলার এক স্কুলছাত্রী ও তার বান্ধবীকে অপহরণ করে যশোরের একটি হোটেলে নিয়ে স্ত্রী ও শালিকা পরিচয়ে দিয়ে হোটেল উঠেন এবং মেয়েটিকে ধর্ষণ করেন। এদিকে, স্কুল থেকে বাড়ি না ফেরায় ওই ছাত্রীর পরিবারের লোকজন তাদের খোঁজখবর নিতে শুরু করেন।
এদিকে স্থানীয় লোকজন মনিরামপুরের চাকলা খেয়াঘাটে গেলে দুই স্কুলছাত্রীকে অপহরণের খবরটি নিশ্চিত হয় এবং রানাকে আটক করে মারধর করে। এসময় রানা তাদের ঠিকানা দিলে ঐ স্কুলছাত্রী দুইজনকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ৯ জুলাই থানায় অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।