খালেদার দুই মামলায় হাইকোর্টের আদেশ বহাল

প্রকাশ : ২৫ জুন ২০১৮, ১৪:৩৩

জাগরণীয়া ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মানহানির দুই মামলায় হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। 

২৪ জুন (সোমবার) উভয়পক্ষের শুনানি নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়ে এ রায় দেন আদালত।

এর আগে গত ৩১ মে বাংলাদেশের মানচিত্র, জাতীয় পতাকা ও মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত এবং মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের অভিযোগে দায়ের করা দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নিষ্পত্তি করে আদেশ দেন হাইকোর্ট। আদেশে মামলা দুটিতে গ্রেপ্তার দেখিয়ে ও জামিন চেয়ে খালেদা জিয়ার আবেদন দ্রুত ম্যাজিস্ট্রেট আদালতকে নিষ্পত্তির নির্দেশ দেন। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত