খালেদার জামিনের সিদ্ধান্ত ২ জুলাই

প্রকাশ : ২৪ জুন ২০১৮, ১২:৪৩

জাগরণীয়া ডেস্ক

কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় বাস পুড়িয়ে হত্যার অভিযোগে করা মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন বহাল  থাকবে কিনা, সেই সিদ্ধান্ত জানা যাবে আগামী ২ জুলাই।

২৪ জুন (রবিবার)) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে  আলম। আর খালেদার পক্ষে ছিলেন খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।

আর কুমিল্লায় কভার্ড ভ্যানে আগুন দেওয়ার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালেদার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ যে লিভ টু আপিল করেছে, তা  আগামী ২৫ জুন (সোমবার) শুনবে সর্বোচ্চ আদালত।  

রবিবার কুমিল্লার হত্যা মামলায় লিভ টু আপিলের ওপর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত