কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ১৮ জুন ২০১৮, ১৪:২২

জাগরণীয়া ডেস্ক

সাভার উপজেলার হেমায়েতপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৮ জুন (সোমবার) সকালে হেমায়েতপুরের জয়নাবাড়ি উত্তরপাড়া থেকে ওই কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রোকসানা আক্তার রত্মা (১৮) স্থানীয় মোফাজ্জল মোমেনা চাকলাদার মহিলা কলেজের ছাত্রী ছিলেন। তিনি জয়নাবাড়ি উত্তরপাড়ায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তার পিতার নাম হযরত আলী।  

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শ্যামল কুমার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সাভার মডেল থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত