অল্পের জন্য ছিনতাই থেকে রক্ষা
প্রকাশ : ১২ জুন ২০১৮, ১৮:০১
রাজধানীতে এএসআই এর সাহসিকতায় অল্পের জন্য এক নারীর ২ লাখ টাকা ছিনতাই হওয়া থেকে রক্ষা পেল।
১২ জুন (মঙ্গলবার) মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বেসরকারী ব্যাংকের সামনে কর্তব্যরত উপ পুলিশ পরিদর্শক (এএসআই) তরিকুল ইসলামের সাহসিকতায় ঐ ঘটনা ঘটে।
তিনি জানান, নাসিমা নামে এক নারী ২ লাখ টাকা উত্তোলন করে ঐ ব্যংক থেকে বের থেকে বের হওয়ার সময় ছিনতাইকারীর কবলে পড়েন। এসময় তাৎক্ষণিকভাবে তা তার নজরে আসলে তিনি ছিনতাইকারীদের প্রতিহত করেন এবং নিরাপদে ঐ নারীকে বাড়ি পৌঁছে দিয়ে আসেন।
তিনি বলেন, যদি যথাসময়ে ঐ নারীর পাশে দাঁড়ানো না যেত, তাহলে ছিনতাইয়ের পাশাপাশি রক্তপাতের ঘটনাও ঘটতে পারতো।
মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ জনাব জামাল উদ্দিন মীর জানান, সার্বক্ষণিক প্রত্যক্ষ তদারকীতে সব ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে পুলিশ প্রস্তুত রয়েছে। এছাড়াও ব্যাংক থেকে এক লাখ টাকার ওপরে উত্তোলনের জন্য পুলিশের সহায়তা নেয়ার অনুরোধ করা হয়েছে।
প্রয়োজনে ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন মীরের 0171337318 ও পুলিশ পরিদর্শক (অপারেশন) 01769691745 এই ফোন নম্বর দুটিতে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।