‘কম প্রসাধনে অসুন্দর লাগবে এটা ঠিক না’
প্রকাশ : ০৯ জুন ২০১৮, ২১:৫২
একটু কম প্রসাধনীতে খুব অসুন্দর লাগবে এটা ঠিক না-বললেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
গত ৮ জুন (শুক্রবার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এ কথা বলেন কৃষিমন্ত্রী।
সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রশ্ন করেন, প্রস্তাবিত বাজেটে নারীদের ব্যবহারের উপযোগী বিদেশি প্রসাধনীর (কসমেটিকসের) উপর কর আরোপ করা হয়েছে। এতে আগামী জাতীয় নির্বাচনে নারী ভোটারদের মধ্যে সরকারের ব্যাপারে কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা কিংবা নারী ভোটারদের ক্ষুব্ধ করবে কি না?
অর্থমন্ত্রী এ প্রশ্নের জবাব এড়িয়ে গেলেও কৃষিমন্ত্রী বলেন, আমি একটু কবির ভাষায়ই বলি, কবির ভাষা হচ্ছে- ‘অলক কুসুমও না দিও/ শিথিলও করবী বাঁধিও/ কাজল বিহন সুজল নয়নে/ হৃদয় দুয়ারে ঘা দিও/’। কাজেই একটু কম প্রসাধনীতে খুব অসুন্দর লাগবে এটা ঠিক না আরকি।
এ সময় মঞ্চে হাসির রোল ওঠে। সেই সাথে পুরো হল জুড়ে সবাই হেসে উঠেন।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা।