বোনকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে ভাইয়ের মৃত্যু
প্রকাশ : ০৯ জুন ২০১৮, ১৫:০৯
বোন ও ভাগনেকে ডাক্তার দেখিয়ে ফেরার পথে নোয়াখালীর সুবর্ণচরে অটোরিকশা নিয়ন্ত্রণ হারালে মো. সোলাইমান (৪০) নামের এক কলেজ শিক্ষক নিহত হন। নিহত সোলাইমানের বাড়ি উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের হাজীপুর গ্রামে।
গত ৮ জুন (শুক্রবার) বিকেল চারটার দিকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের তেরিজ পোলের কাছে সোনাপুর-চরজব্বর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় সোলাইমানের বোন কোহিনুর আক্তার (৩৫), ভগ্নিপতি মো. দেলোয়ার (৪৮) ও ভাগনে মো. নাহিদ (৮) আহত হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোলাইমানদের বহনকারী অটোরিকশাটি সুবর্ণচরের চরওয়াপদা ইউনিয়নের তেরিজ পোল পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এসময় গুরুতর আহত সোলাইমানকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
সুবর্ণচরের চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দ্রুতগামী অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সন্ধ্যা পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি।