কানাডায় প্রধানমন্ত্রী

প্রকাশ : ০৯ জুন ২০১৮, ১১:২০

জাগরণীয়া ডেস্ক

জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দিতে কানাডার কুইবেক সিটিতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে কুইবেক সিটির হোটেল চাতিউ ফ্রন্তেনায় থাকছেন প্রধানমন্ত্রী। 

স্থানীয় সময় ৮ জুন (শুক্রবার) বেলা ২টায় এয়ার কানাডার একটি ফ্লাইটে কুইবেক সিটির জিন লিসাজ বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী।

৯ জুন (শনিবার) স্থানীয় সময় সকাল থেকে জি-৭ আউটরিচ সম্মেলনের বিভিন্ন পর্বে অংশ নেবেন বাংলাদেশের সরকারপ্রধান। পাশাপাশি তিনি কানাডার প্রধানমন্ত্রী ট্রুডোসহ বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে এ সফরে গেলেন প্রধানমন্ত্রী।  এর আগে গত ৭ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টার পর এমিরেটসের ইকে-৫৮৭ ফ্লাইটে দুবাইয়ের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ছাড়েন শেখ হাসিনা। দুবাইয়ে যাত্রাবিরতি দিয়ে শুক্রবার ভোরে সেখান থেকে ইকে-২৪১ ফ্লাইটে টরন্টো যান প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান কানাডায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান। এ সময় কানাডা সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত