মধুপুরে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ : ০৮ জুন ২০১৮, ১৩:৫৭
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2018/06/08/image-15688.jpg)
টাঙ্গাইলের মধুপুরে খোদেজা (২২) নামে এক স্বামী পরিত্যাক্তা নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত খোদেজা উপজেলার আউশনারা ইউনিয়নের জয়তেঁতুল গ্রামের জনৈক খোকা মিয়ার মেয়ে।
৮ জুন (শুক্রবার) মধুপুরে বেলা ১১টার দিকে গোঁজাখালের পাড়ে একটি গাছের ঝুলন্ত অবস্থায় পুলিশ মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জয়নাল আবেদিন জানান, দাম্পত্য কলহের জের ধরে কিছুদিন আগে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে বাবার বাড়িতে চলে আসেন খোদেজা। গত ৭ জুন (বৃহস্পতিবার) রাতে কোনো এক সময় বাড়ি পাশে আকাশমনি গাছে ফাঁস দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ এসে খোদেজার মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে বলে জানান তিনি।