আগামী প্রজন্মকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ: মতিয়া

প্রকাশ : ০২ জুন ২০১৮, ২১:৫০

জাগরণীয়া ডেস্ক

আমাদের আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে বললেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

২ জুন (শনিবার) নির্বাচনী এলাকা শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাপাশিয়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ঈদ-উল ফিতর উপলক্ষে উপহার সামগ্রী বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে তিনি এ কথা বলেন।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, মাদকাসক্ত যে কোনো দলেরই হোক, তাদের রেহাই দেয়া হবে না এবং দেয়া হচ্ছেও না।

মানবাধিকার বিষয়ে প্রশ্ন রেখে  তিনি বলেন, ঐশী তার বাবা-মা দুজনকে নেশাগ্রস্ত অবস্থায় হত্যা করেছে, ঐশীর মানবাধিকার আছে। আর যে দুজন বাবা-মা সন্তানের হাতে মারা গেলো তাদের মানবাধিকার নেই?

এর আগে উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাক্রম অনুসারে প্রথম ১০ জন এসএসসি পরীক্ষার্থীর মাঝে ৫০০ করে টাকা, অষ্টম, নবম ও দশম শ্রেণির মেধাক্রম অনুসারে প্রথম ১০ শিক্ষার্থীর মাঝে একটি করে মোট ১৫০টি সিনথেটিক শাড়ি, ২০৪টি থ্রিপিস বিতরণ করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।

এছাড়াও দুঃস্থ-অসহায়দের মাঝে একটি করে মোট ৬৮০টি গেঞ্জি, ৪০০ শার্ট, ৩ হাজার ১২টি শাড়ি ও নিজ তহবিল থেকে খেজুর বিতরণ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত