'শিশুদের মাদক-বাল্যবিবাহ থেকে রক্ষা করতে হবে'
প্রকাশ : ০৪ মে ২০১৮, ১২:৪৯
এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে তাদের মাদক ও বাল্যবিবাহ থেকে রক্ষা করতে হবে-বললেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান কথা সাহিত্যিক সেলিনা হোসেন।
৩ মে (বৃহস্পতিবার) চট্টগ্রাম শিশু একাডেমিতে আয়োজিত জাতীয় পর্যায়ের ‘বাংলার বৈশাখ বাংলার নাচ’ শীর্ষক দলীয় নৃত্য প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে সেলিনা হোসেন বলেন, মেধা আর মননে শিশুদের মানসিক বিকাশে শিশু একাডেমি কাজ করে যাচ্ছে। শিশুদেরকে স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ সৃষ্টি করে দিতে পারলেই আলোকিত জাতি গঠন করা সম্ভব। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর শিশুদের পড়ালেখার পাশাপাশি বিনোদনের সুযোগ করে দিতে দেশের শিশু একাডেমিগুলোকে ঢেলে সাজিয়েছেন।
এসময় তিনি সব ধরণের প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষার জন্য সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব লায়লা জেসমিন, প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি বিশ্বজিৎ চৌধুরী ও দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক কবি রাশেদ রউফ। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আমিরুল কায়সার এতে সভাপতিত্ব করেন।