নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে ৪ নারীর কারাদণ্ড

প্রকাশ : ০১ জুন ২০১৮, ২০:৩৮

জাগরণীয়া ডেস্ক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে চার নারীকে কারাদণ্ড দেয়া হয়েছে। এরা হলেন সুমাইয়া আক্তার, কেয়া আক্তার, বিথি আক্তার ও শারমিন আক্তার।

১ জুন (শুক্রবার) রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্রে প্রক্সি জালিয়াতি ও ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহার করে উত্তর সংগ্রহের দায়ে এ দণ্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহী।

এ সময় তৌহিদ এলাহী জানান, প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরীক্ষা চলাকালে অন্যের হয়ে অর্থের বিনিময়ে পরীক্ষা দিতে এসে মোবাইল কোর্টে হাতেনাতে ধরা পড়েন ঢাকা জেলার সুমাইয়া আক্তার ও কেয়া আক্তার।

অপরদিকে নিষেধাজ্ঞা অমান্য করে লুকিয়ে মোবাইল ফোনসহ প্রবেশ করে মোবাইলে ফোনের মধ্যে বাইর থেকে এসএমএসের মাধ্যমে উত্তর সংগ্রহের সময় ধরা পড়েন বিথি আক্তার ও শারমিন আক্তার।

ঢাকা জেলার মোট ১৪টি কেন্দ্রে ২৬ হাজার ৮১জন আবেদনকারীর জন্য এ পরীক্ষার আয়োজন করে ঢাকা জেলা প্রশাসন। ঢাকাসহ সারাদেশে মোট ২০টি জেলায় এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত