বাকেরগঞ্জে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
প্রকাশ : ৩১ মে ২০১৮, ২০:২৪
জাগরণীয়া ডেস্ক
বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বজ্রপাতে হনুফা বেগম (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত হনুফা ঐ গ্রামের রিয়াদ হোসেনের স্ত্রী।
৩১ মে (বৃহস্পতিবার) দুপুর ১টার দিকে উপজেলার চরাদি ইউনিয়নের বাদলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুজ্জামান জানান, দুপুরে বৃষ্টি শুরু হলে বাড়ির সামনের রাস্তা থেকে গরু আনতে গিয়েছিলেন হনুফা। এসময় বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি।
তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক হনুফাকে মৃত ঘোষণা করেন।
0Shares