তিস্তা নিয়ে আলোচনা চলছে দুই দেশের যৌথ নদী কমিশনে

প্রকাশ : ৩০ মে ২০১৮, ১৭:৫৬

জাগরণীয়া ডেস্ক

তিস্তার ন্যায্য হিস্যা আদায়ে দু'দেশের মধ্যকার যৌথ নদী কমিশনে আলোচনা চলছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

৩০ মে (বুধবার) বিকেলে সাম্প্রতিক ভারত সফর নিয়ে  গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিস্তা চুক্তির বিষয়ে সুনির্দিষ্ট কোনো কথা হয়েছে কি-না, প্রশ্ন করা হলে সরকারপ্রধান বলেন, পশ্চিমবঙ্গ সফরে গিয়েছি বাংলাদেশ ভবন উদ্বোধনে। সেদিকেই আমাদের 
গুরুত্ব ছিল। আর তিস্তা চুক্তির বিষয়ে আমাদের দু'দেশের যৌথ নদী কমিশন আছে, সেখানে আলোচনা চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত