নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশ : ২৭ মে ২০১৮, ১৮:০৬

জাগরণীয়া ডেস্ক

ঝিনাইদহে লাভলী বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা দিয়েছেন আদালত। অনাদায়ে আরও এক বছররের  কারাদণ্ড দেন আদালত।

২৭ মে (রবিবার) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালের বিচারক মো. গোলম আযম এ রায় দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৮ এপ্রিল র‌্যাবের একটি টহল দল কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রাম থেকে ৪৪ বোতল ফেনসিডিলসহ লাভলী বেগমকে আটক করে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে লাভলী বেগমের নামে আদালতে চার্জশিট দেয়। দীর্ঘ শুনানি  ও স্বাক্ষ্য প্রমাণ শেষে দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত