বদরগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ : ২৬ মে ২০১৮, ১৬:২৭
জাগরণীয়া ডেস্ক
রংপুরের বদরগঞ্জ উপজেলা পৌর শহরের শাহাপুর মিস্ত্রিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে থেকে রোকসানা বেগম (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রোকসানা বদরগঞ্জ পৌর শহরের শাহাপুর মিস্ত্রিপাড়া এলাকার ওসমান গণির মেয়ে।
২৬ মে (শনিবার) সকালে রোকসানার মরদেহ উদ্ধার করা হয়।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, খবর পেয়ে রোকসানার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে বলে জানায় পুলিশ।