সাভারে বাল্যবিয়ে বন্ধ

প্রকাশ : ২৮ জুলাই ২০১৬, ১৯:২৭

জাগরণীয়া ডেস্ক
প্রতীকি ছবি

রাজধানীর ধামরাইয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শরিফুল ইসলামের উপস্থিতিতে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে বিয়েটি বন্ধ করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার কুল্লা ইউনিয়নের রামকল্লা গ্রামের হানিফ আলীর মেয়ে দৃষ্টি আক্তারের (১৩) সঙ্গে শরিফবাগ গ্রামের সৌদি প্রবাসী আরিফ হোসেনের বিয়ে ঠিক করা হয়। বৃহস্পতিবার এ বিয়ে হওয়ার কথা ছিলো।

এ খবর শুনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ শরিফুল ইসলাম ও ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিয়েটি বন্ধ করেন।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত