প্রাথমিকে ট্রাফিক আইন শিক্ষার তাগিদ প্রধানমন্ত্রীর
প্রকাশ : ২২ মে ২০১৮, ২১:১৫
প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের বাংলা-ইংরেজির পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্নতা, ট্রাফিক আইন-কানুন বিষয়ে শিক্ষা দেয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২২ মে (মঙ্গলবার) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য সাংবাদিকদের জানান।
তিনি বলেন, একনেক সভায় ‘চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪)’ প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩৮ হাজার ৩৯৭ কোটি টাকা। প্রকল্পের আওতায় প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সহায়তা করবে প্রকল্পটি।
এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রাথমিকে সকল শিশুদের প্রাথমিক শিক্ষায় বাচ্চাদের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে শিক্ষা দিতে হবে। যাতে শিক্ষার্থী নিজের পাশাপাশি পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে ছোটবেলা থেকেই শিক্ষা অর্জন করে। সব শিক্ষা প্রতিষ্ঠানের পাশেই হাইওয়ে রয়েছে। তাই ট্রাফিক আইন কানুনও শেখাতে হবে ছোটবেলা থেকেই। কীভাবে রাস্তা পার হতে হয়, কীভাবে ওভারপাস ও ওভারব্রিজ ব্যবহার করতে হয়- এ বিষয়ে বাচ্চাদের প্রাথমিক শিক্ষা দিতে হবে।
ভাষা শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে বলেন, শিশুদের ইংরেজিসহ প্রাথমিকে আরও একটি ভাষা শিখতে হবে।
পিইডিপি-৪ প্রকল্পটি সমগ্র বাংলাদেশে জুলাই ২০১৮ থেকে জুন, ২০২৩ পর্যন্ত মেয়াদকালে বাস্তবায়িত হবে।
এছাড়া, ‘র’ সুগার আমদানি করে এবং সুগারবিট দেশে উৎপাদন করে সমস্ত চিনিকল ১২ মাস সচল রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। একনেকে ৮৫ কোটি টাকা ব্যয়ে ১৪টি চিনিকলে বর্জ্য পরিশোধনাগার প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।