তথ্য দিয়ে র্যাবকে সহায়তার আহবান
প্রকাশ : ১৭ মে ২০১৮, ১৯:৩৭
সামাজিক অবরাধ দমনে তথ্য দিয়ে সাংবাদিকদের সহায়তা করতে বলেছেন বরিশাল র্যাব-৮’র সদ্য যোগদানকারী কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম।
১৭ মে (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় নগরীর রূপাতলী র্যাব-৮ সদর দফতরে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ সহযোগিতা চান তিনি।
মাদক, সন্ত্রাস ও জঙ্গি নির্মূল এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা চেয়েছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, সাংবাদিকদের কাছে অনেক ধরনের তথ্য থাকে। গুরুত্বপূর্ণ তথ্যগুলো র্যাবের কাছে গোপনে জানালে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেবে র্যাব। দায়িত্ব পালনকালে সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- র্যাব-৮’র উপ-অধিনায়ক মেজর খান সজিবুল ইসলাম, ১ নম্বর কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা প্রিন্স, মেট্রোপলিটন প্রেস ক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ প্রমুখ।