বাহুবলে বাস-সিএনজি সংঘর্ষে মা নিহত, ছেলে আহত

প্রকাশ : ১৪ মে ২০১৮, ০০:০৪

জাগরণীয়া ডেস্ক

হবিগঞ্জের বাহুবলে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী স্বর্ণা আক্তার (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত স্বর্ণা আক্তার বাহুবল উপজেলার হিলালপুর গ্রামের তমিজ আলীর স্ত্রী।

এ ঘটনায় আহত হয়েছে ওই নারীর ছেলে ওসমান গনি (৭) সহ চারজন। আহতরা হলেন- স্বর্ণার ছেলে ওসমান গনি (৭), বাহুবল উপজেলার পুটিজুরী গ্রামের হারুন মিয়ার স্ত্রী সুফিয়া আক্তার (৩০), তার মেয়ে নাফিসা আক্তার (৭) ও নবীগঞ্জের পানিউমদা গ্রামের মৃত ছগির মিয়ার ছেলে রব্বান মিয়া (৪৬)। এর মধ্যে ওসমান গণির অবস্থা আশঙ্কাজনক। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

১৩ মে (রবিবার) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার কালীবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাহুবল মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মুক্তি সিনহা জানান, মিতালী পরিবহনের একটি বাস পানিউমদা বাজার থেকে বাহুবলগামী ঐ সিএনজিটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী স্বর্ণা নিহত হন।

পুলিশ ঘাতক বাসটিকে আটকের চেষ্টা করছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত