চকরিয়ায় চতুর্থশ্রেনীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ
প্রকাশ : ১৩ মে ২০১৮, ২০:২৫
কক্সবাজারের চকরিয়ায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এলাকার আবদুল কাদের মধু (২০) নামে এক বখাটের বিরুদ্ধে।
১১ মে (শুক্রবার) বিকেলে উপজেলার চিরিংগা ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ বুড়িপুকুরের হিন্দুপাড়ায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ১২ মে (শনিবার) রাতে ধর্ষিতার বাবা বাদী হয়ে মধু নামে ওই বখাটের বিরুদ্ধে চকরিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। অভিযুক্ত মধু চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ খন্দকারপাড়ার আমজাদ হোসেনের ছেলে।
চিরিংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, বাড়িতে একা রেখে ঐ মেয়েটির পরিবারের সবাই একটি বিয়ের দাওয়াত খেতে গিয়েছিল। মেয়েটি একা আছে বুঝতে পেরে বাসার ভেতরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় মেয়েটির চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসাকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালের ওসিসিতে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইয়াছির আরাফাত বলেন, ওই ছাত্রীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ডাক্তারি রিপোর্ট পেলে ধর্ষণ হয়েছে কি-না জানা যাবে।