কমলনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ : ০৬ মে ২০১৮, ১৫:৫২

জাগরণীয়া ডেস্ক

বসতঘরের পাশে গর্তে বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে ইশরাত (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। ৫ মে (শনিবার) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

ইশরাত হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামের ইকবাল হোসেন মিন্টুর মেয়ে। 

স্থানীয়রা জানান, দুপুরে ঘরে একা খেলছিল ইশরাত। কিছুক্ষণ পরে তাকে দেখতে না পেয়ে বাড়ির আশপাশে খোঁজাখুজি করেও পাওয়া যায়নি। একপর্যায়ে ঘরের পাশে প্রায় পাঁচ ফুট গভীর গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে তাকে ভাসতে দেখা যায়। শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ঝন্টু দাস বলেন, হাসপাতালে আনার আগেই ইশরাতের মৃত্যু হয়েছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত