বজ্রপাতে সারাদেশে নিহত ১২, আহত ৫
প্রকাশ : ৩০ এপ্রিল ২০১৮, ২৩:২৯
রবিবার বজ্রপাতে ১৭ জনের প্রাণহানির পর আজ সোমবারও সারাদেশে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে শুধু নারায়ণগঞ্জেই চারজনের মৃত্যু হয়েছে।
নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হন রফিকুল ইসলাম (৩৪) ও হাসেম মোল্লার (১৭)। তারাব পৌরসভার তেতলাবো এলাকায় মাছ ধরার সময় বজ্রপাতে মৃত্যু হয় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ফরহাদ শেখ (১৪) এর। সোনারগাঁয়ে ধান কাটার সময় বজ্রপাতে মারা যান ওবায়দুল (৩০)।
রাজশাহীতে ক্ষেতে কাজ করার সময় পুঠিয়ার ইয়াকুব আলী (৪০) ও গোদাগাড়ীর বাবলু শেখ (৩৮) এর বজ্রপাতে মৃত্যু হয়।
জামালপুরে বজ্রপাতের শিকার হয়ে মারা গেছেন ইসলামপুর এর বকুল মিয়া (২৫) ও সরিষাবাড়ীর হাবিবুর রহমান (৪০)।
চুয়াডাঙ্গায় ধান কাটার সময় বজ্রপাতে কলেজছাত্র হাসিবুল ইসলাম (২৬) মারা গেছেন।
এছাড়া চুয়াডাঙ্গায় বজ্রপাতে বাইসাইকেলে মেয়েকে স্কুল থেকে আনতে যাওয়ার পথে আহত হয়েছেন স্কুলশিক্ষক নজরুল ইসলাম (৪০)। তার শরীরের বাম অংশ ঝলসে গেছে। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শামীম কবির জানিয়েছেন, তার অবস্থা সংকটাপন্ন।
এদিকে পাটখেতে কাজ করার সময় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নে বজ্রপাতে নিহত হন কৃষক আবদুল মতিন মণ্ডল (৪৫)।
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার একটি হাওরে বজ্রপাতে কৃষক ইয়াহিয়া আহমদের (৪২) মৃত্যু হয়েছে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা–বাগানের ভেতর আনারস বাগানে কাজ করার সময় বজ্রপাতে একজন মারা গেছেন। নিহতের নাম অজয় গোয়ালা (২২)। একই ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। এরা হলো কিশোর গোয়ালা (২০), দীপেন সবর (২৫), রাখাল সবর (২৭), রিপন ভূঁইয়া (১৮)।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা উন্নত চিকিৎসার জন্য রিপন ও অজয়কে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সদর হাসপাতালে নেওয়ার পথে অজয় মারা যান।