১২ বছরের মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৮, ১৮:১২
ঝালকাঠির রাজাপুর উপজেলার চারাখালি গ্রাম থেকে রাখি মনি (১২) নামে এক মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
২৯ এপ্রিল (রবিবার) সকালে বাড়ির পাশে একটি গাছের ডালের সঙ্গে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়। রাখি উপজেলার বদনীকাঠি গ্রামের আব্দুল খালেকের মেয়ে ও পশ্চিম চারাখালী আজিজিয়া আলিম মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
রাখির বাবা-মা ঢাকায় বসবাস করায় পশ্চিম চারাখালি গ্রামে সে তার নানার বাড়িতে থেকেই পড়ালেখা করতো বলে জানা গেছে।
রাখির খালা কলেজছাত্রী তামান্না আক্তার বলেন, রাতের খাবার খেয়ে পড়া শেষ করে আমার কাছে ঘুমিয়ে ছিল রাখি। কিন্তু সকালে ঘুম ভাঙলে ঘরে তাকে পাইনি। পরে খোঁজাখুজি করলে বাড়ির পাশে একটি গাছের ডালের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাখিকে দেখতে পাই। রাখি লাইটের জন্য একটি পুরানো মোবাইল ফোন (সিমকার্ড বিহীন) ব্যবহার করতো। তার মরদেহের পাশে সেই মোবাইল ফোনটি পাওয়া গেছে।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আরেফিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই মাদ্রাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি।