রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে নিরাপত্তা পরিষদ
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৮, ১৭:১১
রোহিঙ্গা সংকট নিরসনে বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ-জানালেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাজ্যের স্থায়ী প্রতিনিধি কারেন পিয়ার্স ।
২৯ এপ্রিল (রবিবার) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যদের কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে আয়োজিত এক ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
তিনি বলেন, মিয়ানমার থেকেই বাংলাদেশে এসেছে রোহিঙ্গারা। রোহিঙ্গা সমস্যার সমাধান তাদেরকেই করতে হবে।
তিনি আরও বলেন, এটি আমাদের ব্যর্থতা, আমরা মিয়ানমারের এই জাতিগত নিধনকে এড়িয়ে গেছি। সংকট সমাধানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মিয়ানমারকে চাপ দেবে এবং সমাধানে বাংলাদেশের পাশে থাকবে। এটা সুস্পষ্ট যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এ দায় এড়িয়ে যাবার সুযোগ নেই।
এসময় দলটির অন্যান্য সদস্যরা বলেন, বাংলাদেশ এ সমস্যার কোন অংশ নয়। তবুও বাংলাদেশ যে অসুবিধা ভোগ করছে সেই ব্যাপারে সবাই একমত। সমস্যাটি যে মিয়ানমারের এবং এর সমাধানও যে তাকেই করতে হবে সেই ব্যাপারেও তারা একমত। তবে মিয়ানমারের বিরুদ্ধে কোনো শক্ত পদক্ষেপের ব্যাপারে তারা একমত নন।
তারা আরও বলেন, এই সমস্যার কোনো ম্যাজিক সমাধান নেই, নেই কোনো ম্যাজিক কাঠি। আমরা দুই দেশের সরকারকে বোঝানোর চেষ্টা করবো।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন না করলে এই সমস্যার গভীরতা দেখতে পারতেন না বলে জানান দলটির আরেক সদস্য।
প্রতিনিধি দলটির সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি বলেন, এই সফর উভয় রাষ্ট্রকেই সহায়তা করবে। বিষয়টিতে একমত হতে হয়তো সময় লাগবে তবে সেটা দ্রুত করতে হবে।
উল্লেখ্য, রোহিঙ্গা পরিস্থিতি দেখতে গত ২৮ এপ্রিল (শনিবার) কুয়েত থেকে বিমান যোগে সরাসরি কক্সবাজার বিমান বন্দরে পৌঁছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৩০ সদস্যের একটি প্রতিনিধি দল।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বপ্রাপ্ত দক্ষিণ আমেরিকান দেশ পেরুর সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো মেজা-চুয়াদ্রার নেতৃত্বে রোববার সকাল সাড়ে ৯টার দিকে প্রতিনিধি দলটি বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষংছড়ির তুমব্রুর কোনারপাড়া জিরো পয়েন্ট যান। নো-ম্যানস ল্যান্ডে অবস্থানরত রোহিঙ্গাদের পরিস্থিতি সরেজমিন দেখে তারা উখিয়ার বালুখালী-০২ ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। আগামি ৩০ এপ্রিল (সোমবার) প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে ফিরে যাবে এ দলটি।