চলে গেলেন বাসচাপায় পা হারানো রোজিনাও
প্রকাশ : ২৯ এপ্রিল ২০১৮, ১৩:১১
রাজধানীর বনানীতে বিআরটিসির বাসের চাপায় পা হারানো গৃহকর্মী রোজিনা আক্তার রোজী (১৮) টানা নয় দিন জীবনমৃত্যুর সঙ্গে লড়ে অবশেষে মারা গেছেন।
২৯ এপ্রিল (রবিবার) সকাল সোয়া ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোজী মারা যান।
রোজিনার বাবা রসুল মিয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। রোজিনার বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার কালিকাপুর গ্রামে। তার মায়ের নাম রাবেয়া খাতুন। সাত ভাইবোনের মধ্যে রোজিনা দ্বিতীয়।
গত ২০ এপ্রিল রাতে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় উত্তরাগামী বিআরটিসির একটি দোতলা বাসের চাপায় গৃহকর্মী রোজী আহত হন। তার ডান পা থেঁতলে যায়। প্রথমে তাকে অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানের (পঙ্গু হাসপাতাল) নেয়া হয়। সেখানে তার ডান পা ফেলে দিতে হয়।
অবস্থার অবনতি হলে গত ২৫ এপ্রিল রোজিনাকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে নেয়া হয়। এ ঘটনায় রোজিনাকে চাপা দেওয়া বাস (ঢাকা মেট্রো ব ১১- ৫৭৩৩) ও এর চালকের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলছে।