হবিগঞ্জে তরুণীকে কুপিয়ে জখম করল বখাটেরা

প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৮, ১৬:২৯

জাগরণীয়া ডেস্ক

হবিগঞ্জের চুনারুঘাটে মৌসুমী আক্তার (১৯) নামে এক তরুণীকে কুপিয়ে জখম করেছে বখাটেরা।

২৭ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যা সাড়ে ৭টায় চুনারুঘাট উপজেলার গুলগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। আহত মৌসুমী ওই গ্রামের আমীর উদ্দিন মাস্টারের মেয়ে। তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত মৌসুমীর ভাই জালাল উদ্দিন জানান, প্রায় ১ বছর ধরে মৌসুমীকে উত্ত্যক্ত করতো একই গ্রামের জুয়েল মিয়া। ২৭ এপ্রিল (শুক্রবার) সন্ধ্যায়ও সে মৌসুমীকে উত্ত্যক্ত করে। এর প্রতিবাদ করায় জুয়েল মিয়াসহ কয়েক বখাটে তাদের বাড়িতে হামলা চালিয়ে মৌসুমীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে।

পরে তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। পরবর্তীতে আটক বখাটের নাম-ঠিকানা জানানো হবে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত