সিরাজগঞ্জে ২ রোহিঙ্গা নারী উদ্ধার

প্রকাশ : ২৮ এপ্রিল ২০১৮, ১৬:২১

জাগরণীয়া ডেস্ক

কক্সবাজারের উখিয়া কুতুপালং এলাকা থেকে পালিয়ে আসা দুই রোহিঙ্গা নারীকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।

২৭ এপ্রিল (শুক্রবার) বিকেলে উপজেলার এনায়েতপুর থানার ভাঙ্গাবাড়ি বারুপুর গ্রামের আদম ব্যবসায়ী নজরুল ইসলামের বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া রোহিঙ্গা নারীরা হলেন- মিয়ানমারের মেরুল্লা জেলার মন্ডু রাশিদা থানার করতালী গ্রামের আমানুল্লাহর মেয়ে রোকেয়া খাতুন (২০) এবং একই এলাকার শিকদার পাড়া গ্রামের আব্দুল হকের মেয়ে রহিমা খাতুন (১৮)। তারা ভাঙ্গাবাড়ি গ্রামের আদম ব্যবসায়ী নজরুল ইসলামের বাড়িতে গত কয়েক দিন ধরে অবস্থান করছিলেন। 

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, এই দুই নারী মালয়েশিয়ায় অবস্থানকারী দুই স্বামীর কাছে যাবার উদ্দেশে পাসপোর্ট করার জন্য আদম ব্যবসায়ী নজরুলের বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে নজরুলের বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে নজরুল ও তার পরিবারের লোকজন পালিয়ে যায়। তাদের আইনগতভাবে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত