ধানমন্ডিতে ট্রাকের ধাক্কায় সেবিকার মৃত্যু

প্রকাশ : ২১ এপ্রিল ২০১৮, ১৯:৫৮

জাগরণীয়া ডেস্ক

রাজধানীর ধানমন্ডিতে ট্রাকের ধাক্কায় মাসুদা আক্তার (৩৫) নামে এক সেবিকা মারা গেছেন। 

২০ এপ্রিল (শুক্রবার) রাতে সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। মাসুদা মগবাজারের একটি ক্লিনিকে সেবিকা হিসেবে চাকরি করতেন।

মাসুদার স্বামী জামাল হোসেন জানান, এক সন্তান নিয়ে তারা পরীবাগ এলাকায় থাকেন। ধানমন্ডি থেকে রিকশায় বাসায় ফেরার পথে দুর্ঘটনায় তার স্ত্রীর মৃত্যু হয়েছে।

ধানমন্ডি থানা উপ-পরিদর্শক (এসআই) শাহ মিরাজ উদ্দিন  বলেন, ধানমন্ডি শেখ জামাল মাঠ সংলগ্ন রাস্তায় রিকশা করে যাওয়ার সময় একটি ট্রাকের ধাক্কায় মাসুদার মৃত্যু হয়েছে। রিকশাচালক ও মৃত নারীর সঙ্গে রিকশায় থাকা তাদের এক আত্মীয় ভালো আছেন। 

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত