হল থেকে ছাত্রী বিতাড়ন: রাজু ভাস্কর্যে বিক্ষোভ
প্রকাশ : ২০ এপ্রিল ২০১৮, ১৮:৩৯
জাগরণীয়া ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল থেকে মধ্যরাতে তিন ছাত্রীকে বের করে দেওয়ার প্রতিবাদে রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী ২০ এপ্রিল (শুক্রবার) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ এ বিক্ষোভ শুরু করে।
বিক্ষোভ সমাবেশে ‘হলে হলে নির্যাতন কেন?’, ‘নিপীড়ন রুখে দাও’সহ বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড নিয়ে ‘ছাত্রী নির্যাতনের’ প্রতিবাদে প্রশাসনের জবাব চেয়ে স্লোগান দেন শিক্ষার্থীরা।
অপরদিকে রাজু ভাস্কর্যের বিপরীত পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।