কিশোরগঞ্জে ভাইয়ের শাবলের আঘাতে বোনের মৃত্যু
প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৮, ০০:৩২
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2018/04/04/image-14787.jpg)
কিশোরগঞ্জে মানসিক ভারসাম্যহীন ভাইয়ের শাবলের আঘাতে বোনের মৃত্যু হয়েছে। ৩ এপ্রিল (মঙ্গলবার) সদর থানার অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের বাজুকা লম্বাহাঠি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম শেফালী আক্তার (৩০)। তিনিও মানসিক ভারসাম্যহীন ছিলেন। শেফালি ঐ একই গ্রামের সাবু মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, হবিগঞ্জের লাখাই উপজেলার উছাইল গ্রামে প্রায় ১০ বছর আগে শেফালির বিয়ে হয় কিন্তু মানসিক অসুস্থতার কারণে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে তিনি বাপের বাড়িতেই থাকতেন। ঘটনার সময় বাড়িতে তেমন কেউ ছিল না। কোন এক সুযোগে শাবল দিয়ে কুপিয়ে বোন শেফালিকে হত্যা করে ভাই মোস্তফা।
এ ঘটনার পর মোস্তফাকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসি।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম মোল্লা বলেন, মোস্তফাকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেয়া হবে।
শেফালির মরদেহ উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।