পুত্রবধুর বিরুদ্ধে শাশুড়িকে ঝলসে দেয়ার অভিযোগ
প্রকাশ : ০৩ এপ্রিল ২০১৮, ০২:৩০
সাভারে পারিবারিক কলহের জের ধরে শাশুড়ি রাবেয়া খাতুন (৬৫) কে গরম পানিতে ঝলসে দেয়ার অভিযোগ উঠেছে তার পুত্রবধু স্বপ্না (২৮) র বিরুদ্ধে। আহত রাবেয়া বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
২ এপ্রিল (সোমবার) সাভারের নামাগেণ্ডা এলাকায় এ ঘটনা ঘটে।
স্বপ্নাকে অভিযুক্ত করে আহতের ছেলে কামরুজ্জামান জানান, বড় ভাইয়ের সাথে কলহের জের ধরে তার স্ত্রী স্বপ্না সোমবার দুপুরে ঘরে ভাঙচুর চালান। এসময় তার মা বাধা দিলে তাকে মারধর এবং পরে গরম পানিতে ঝলসে দেন। গুরুতর আহতাবস্থায় তাকে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ঢামেকে ভর্তি করা হয়।
এ ঘটনায় স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সামছুন নাহার জানান, আহতের শরীরের প্রায় ৩২ শতাংশ ঝলসে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢামেকের বার্ন বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা বলেন, বিষয়টি সম্বন্ধে অবগত হয়ে ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। বিষয়টি পারিবারিক এবং কেউ অভিযোগ দায়ের করেননি। তাই কোন পদক্ষেপ নেয়া যাচ্ছে না। অভিযোগ দায়ের করলে অবশ্যই পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে।