খেলার ছলে ফাঁস লেগে শিশুর মৃত্যু
প্রকাশ : ৩০ মার্চ ২০১৮, ০০:১৮
খেলতে গিয়ে দুর্ঘটনাবশতঃ গলায় ফাঁস লেগে এক শিশুর মৃত্যু হয়েছে। পিরোজপুর পৌরসভার আদর্শপাড়ায় ২৯ মার্চ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম ইয়ামিন সুলতানা (৭)। সে আদর্শপাড়ার আল আমিন শেখের মেয়ে এবং স্থানীয় পিরোজপুর প্রি-ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
মৃত ইয়ামিনের ফুফু শারমিন বেগম জানান, সকালে ঘরের পাটাতনে বসে ইয়ামিনএকা একা খেলছিল। এ সময় তার মা ইয়াসমিন বেগম ঘরে কাজ করছিলেন। অনেকক্ষণ মেয়ের কোনো সাড়া-শব্দ না পেয়ে তিনি ঘরের পাটাতনে গিয়ে মেয়েকে জানালার শিকের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। তাকে উদ্ধার করে সাথে সাথে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা স্বীকার করে পিরোজপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, পরিবারের লোকজন বলেছে, গলায় ফাঁস লেগে শিশুটি মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।