জমি না দেয়ায় গৃহবধূর মাথা ন্যাড়া, আটক ২

প্রকাশ : ২৯ মার্চ ২০১৮, ২২:১৬

জাগরণীয়া ডেস্ক

পৈতৃক সম্পত্তি বিক্রি করে টাকা দিতে রাজি না হওয়ায় শাহানারা বেগম (৩০) নামে এক গৃহবধূকে নির্যাতন করে মাথা ন্যাড়া করে দিয়েছেন অর্থলোভী স্বামী। এই ঘটনায় স্বামী বাবুল মিয়া ও তার বড় বোন মহুরন নেছা (৪২)-কে আটক করেছে পুলিশ।

২৮ মার্চ (বুধবার) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। 

আটক বাবুল মিয়া লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিন্দুর্না ইউনিয়নের উত্তর হলদিবাড়ি গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানান, ১০ বছর আগে একই উপজেলার টংভাঙ্গা এলাকার মৃত ঝুল্লু মিয়ার মেয়ে শাহানারা বেগমের সঙ্গে বাবুল মিয়ার বিয়ে হয়। বিয়ের সময় গহনাসহ এক লাখ টাকা যৌতুক নেন বাবুল মিয়া। কিন্তু কিছুদিন আগে ব্যবসা মন্দা যাওয়ায় শাহানারা বেগমকে পৈত্রিক সূত্রে পাওয়া ১০ শতাংশ জমি বিক্রি করার জন্য চাপ দেন বাবুল ও তার পরিবার।

কিন্তু শাহানারা বাবার জমি বিক্রি করতে অস্বীকৃতি করলে ২৮ মার্চ (বুধবার) সকালে বাবুল ও তার বোনরা মিলে শাহানারাকে শারীরিক নির্যাতন করে মাথা ন্যাড়া করে ঘরে আটকে রাখে। সারাদিন গৃহবন্দি থাকার পর সন্ধ্যায় ঘরের বেড়া ভেঙে পালিয়ে গিয়ে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি হন শাহানারা বেগম।

পরে নির্যাতিতা হাতীবান্ধা থানায় গিয়ে স্বামীসহ চারজনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে রাতেই অভিযান চালিয়ে স্বামী বাবুল ও ননদ মহুরন নেছাকে আটক করে পুলিশ।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, এই ঘটনায় জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত