তরকারিতে ঝোল কম হওয়ায় গৃহবধূকে নির্যাতন

প্রকাশ : ২৩ মার্চ ২০১৮, ১৬:৫৮

জাগরণীয়া ডেস্ক

নওগাঁর রাণীনগরে তরকারিতে ঝোল কম হওয়ায় গৃহবধূকে নির্যাতন করার অভিযোগ স্বামী মিলন সরদারের বিরুদ্ধে। রাণীনগর থানার এএসআই হাফিজুল ইসলাম আহত অবস্থায় গৃহবধূ শাম্মি আক্তারকে (১৮) উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করেছেন।

২১ মার্চ (বুধবার) রাতে উপজেলার কালিগ্রাম ইউনিয়নের সিলমাদার গ্রামে এই ঘটনা ঘটে। 

নির্যাতনের শিকার গৃহবধূ শাম্মি আক্তার জানান, ২০১৪ সালের ডিসেম্বর মাসে প্রেম করে বিয়ে করেন। বিয়ের পর থেকে স্বামী কারণে-অকারণে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে। ঘটনার দিন রাতে খাবার খেতে বসে তরকারিতে ঝোল কম হওয়ায় নির্যাতন করে ঘরে আটকে রাখে।

মিলন সরদারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সে দোষ করেছে, তাই আমি মেরেছি।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান জানান, শাম্মি আক্তারকে নির্যাতন করার ঘটনাটি জানতে পেরে পুলিশ পাঠিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

তিনি আরো জানান, এ বিষয়ে থানায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত