‘আওয়ামী লীগ মানেই উন্নয়ন’
প্রকাশ : ২৯ মার্চ ২০১৮, ১৭:৪৪
বিএনপির সময়ে বাংলাদেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে এর উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ মানেই উন্নয়ন। আর বিএনপি মানেই ধ্বংস, হত্যা, লুটপাট, দুর্নীতি’। ২৯ মার্চ (বৃহস্পতিবার) ঠাকুরগাঁওয়ের জেলা স্কুল বড় মাঠের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মন্তব্য করেন।
শেখ হাসিনা তার বক্তব্যে ২০০১ সালে ঠাকুরগাঁও-১ (সদর) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম এর সমালোচনা করেন।
শেখ হাসিনা বলেন, ‘বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারা দিন কথা বলেন। দিন-রাত মিথ্যা কথা বলতে বলতে তার গলা ব্যথা হয়ে যায়। কিন্তু মিথ্যা বলারও একটা সীমা আছে। এত মিথ্যা বললে আল্লাহও নারাজ হয়’।
তিনি আরো বলেন, ‘তিনি (মির্জা ফখরুল) ছিলেন বিমান প্রতিমন্ত্রী। কিন্তু এখান থেকে মাত্র কয়েক মাইল দূরে সৈয়দপুর বিমানবন্দর। সেই বিমানবন্দর বন্ধ করে দিয়েছিলেন। এখানকার বিমানমন্ত্রী, অথচ এখানকার এয়ারপোর্টই বন্ধ করে দেন। আমরা আজ এই বিমানবন্দর চালু করে দিয়েছি। এখান থেকে এখন সব মানুষ যাতায়াত করতে পারছে। তারা রাজশাহী বিমানবন্দর বন্ধ করে দিয়েছিল, আমরা চালু করেছি। তারা বরিশাল বিমানবন্দর বন্ধ করেছিল, আমরা চালু করেছি।’
শেখ হাসিনা আরও বলেন, ‘তারা (বিএনপি) ক্ষমতায় থাকতে পাঁচ পাঁচবার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। কেন হয়েছিল? তারা তো পুরো দেশটাকেই ধ্বংস করে দিয়েছে। খালেদা জিয়া ও তার ছেলেরা অর্থসম্পদ লুটপাট করে পাচার করেছে। আমেরিকার গোয়েন্দা সংস্থা সেই তথ্য বের করেছে, সিঙ্গাপুরে সেটা ধরা পড়েছে। আমরা সেই টাকা ফেরত পর্যন্ত এনেছি। সেই টাকা এখন জনগণের কাজে লাগাচ্ছি। আর ওরা (বিএনপি) জানে লুটপাট, দুর্নীতি, খুন।’
সমাবেশে সমবেতদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘নৌকা মার্কায় ভোট দিন, আপনাদের সোনার বাংলা উপহার দেব।’ এ সময় তিনি বলেন, ‘আপনারা ওয়াদা করেন, হাত তুলে ওয়াদা করেন—নৌকা মার্কায় ভোট দেবেন।’
শেখ হাসিনা বলেন, ‘কথা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করবো- করেছি। ১৬ কোটি মানুষের দেশে ১৩ কোটি মানুষ মোবাইলের সিম ব্যবহার করে। দেশে ৫ হাজার ২৭৫টি ডিজিটাল সেন্টার স্থাপন করেছি। সেখান থেকে সব তথ্য পাওয়া যায়। গ্রামে গ্রামে গিয়ে তথ্য আপারা কাজ করছেন।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ মানেই উন্নয়ন। আর বিএনপি মানেই ধ্বংস, হত্যা, লুটপাট, দুর্নীতি। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সুফল ভোগ করছে জনগণ। এই উন্নয়ন বজায় রাখতে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দেবেন।’
উল্লেখ্য, প্রধানমন্ত্রী আজকের ঠাকুরগাঁও সফরে ৩৩টি উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন ও ৩৩টি উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ে একটি বিশ্ববিদ্যালয়, আইটি পার্ক ও কর্মজীবী মহিলা হোস্টেল স্থাপনসহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন।