খালেদার সাজা বাড়াতে দুদকের আবেদনের শুনা‌নি ২৮ মার্চ

প্রকাশ : ২৭ মার্চ ২০১৮, ১৫:৫৩

জাগরণীয়া ডেস্ক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজা ৫ বছর থেকে আরও বাড়ানোর জন্য করা আবেদন শুনানি ২৮ মার্চ (বুধবার) অনুষ্ঠিত হবে।

২৭ মার্চ (মঙ্গলবার) বিচারপ‌তি এম ইনা‌য়েতুর র‌হিম এবং বিচারপ‌তি স‌হিদুল ক‌রি‌মের হাইকোর্ট বেঞ্চ এই তারিখ ধার্য করেন। দুদকের আইনজীবী খুরশীদ আলম খান আবেদনটির শুনা‌নির জন্য উপস্থাপন কর‌লে আদালত এই আদেশ দেন।

২৫ মার্চ (রবিবার) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেছিল দুদক।

এর আগে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সহযোগী আসামিদের ১০ বছরের সাজা অথচ মূল আসামি খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজার বিষয়ে প্রশ্ন তোলেন দুদক আইনজীবীরা। সেই সঙ্গে ২৫ মার্চ (রবিবার) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় দুদকের পক্ষে খালেদা জিয়ার সাজা বাড়নোর আপিল আবেদন করেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত