ধর্ষণ চেষ্টা মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
প্রকাশ : ২৩ মার্চ ২০১৮, ১৭:২৪
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
জাগরণীয়া ডেস্ক
![](/assets/news_photos/2018/03/23/image-14608.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা যুবদলের সদ্য বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান বাবুকে (৩২) ধর্ষণ চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
২১ মার্চ (বুধবার) বিকেলে তাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। আতাউর পৌরসভার তেতৈয়া এলাকার মৃত ফজলুল রহমানের ছেলে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, গত ২২ ফেব্রুয়ারি এক নারী তাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে আতাউরকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর থেকে বাবু পালিয়ে ছিলেন। বুধবার বিকেলে তিনি বাড়িতে অবস্থান করছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।