ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

প্রকাশ : ২১ মার্চ ২০১৮, ১৯:৫২

জাগরণীয়া ডেস্ক

ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের বহিস্কৃত সহ-সভাপতি রিয়াদ হোসেনের জামিন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

২১ মার্চ (বুধবার) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রফিকুল ইসলাম এ আদেশ দেন।

আদালতের সহকারি পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন জানান, ২১ মার্চ (বুধবার) সকালে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন রিয়াদ। অপরদিকে অধিকতর তদন্তের জন্য তার বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিচারক রিয়াদের জামিন ও রিমান্ড নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন।

প্রসঙ্গত, বেলকুচি উপজেলার একটি স্কুল শাখা ছাত্রলীগের নেত্রীকে ধর্ষণের অভিযোগে গত বছরের ২৪ অক্টোবর ধর্ষণের শিকার ছাত্রীর মামা বাদী হয়ে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রিয়াদ হোসেনসহ পাঁচজনের বিরুদ্ধে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। গত বছরের ২৫ অক্টোবর জেলা ছাত্রলীগের সহ-সভাপতির পদ থেকে রিয়াদ হোসেনকে বহিস্কার করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত