চাঁপাইনবাবগঞ্জে অন্ধ নারী ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন

প্রকাশ : ১৯ মার্চ ২০১৮, ০২:০১

জাগরণীয়া ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে বিবাহিত দৃষ্টি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্য়াতন দমন আইনে দায়েরকৃত একটি মামলার আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

১৮ মার্চ (রবিবার) বেলা সোয়া ১১টায় চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্য়াতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক ও অতিরিক্ত দায়রা জজ জিয়াউর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত ব্যক্তি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার টিকরামপুর রেহাইচর মহল্লার মোজাহারের ছেলে কামরুল ইসলাম (৪৩)।

মামলার বিবরণে ও সরকারি কৌসুলী আঞ্জুমান আরা বেগম জানান, ২০১৫ সালের ৩ আগস্ট রাতে পিতার বাড়িতে একা বসবাসকারী ওই অন্ধ নারীকে কামরুল ধর্ষণ করে।

এ ঘটনায় নারীর চাচাত ভাই ২০১৫ সালের ৫ আগস্ট সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) আতাউর রহমান ওই বছরই ২৮ ডিসেম্বর কামরুল ইসলামকে একমাত্র অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ৬ জনের সাক্ষ্যগ্রহণ ও শুনানী শেষে আদালত ১৮ মার্চ (রবিবার) মামলার রায় ঘোষণা করেন।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত